সোমবার , ২৪ মার্চ ২০২৫
Monday , 24 March 2025
২৪ রমজান ১৪৪৬

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহ

প্রকাশিত: ১৬:০২, ২৭ জানুয়ারি ২০২৫

শিক্ষার্থীদের বিজ্ঞানে নিশিত হতে হতে হবে- ইউএনও

শিক্ষার্থীদের বিজ্ঞানে নিশিত হতে হতে হবে- ইউএনও

শিক্ষার্থীদের বিজ্ঞানে নিশিত হতে হতে হবে- ইউএনও

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী

বিজ্ঞান সম্বলিত বৈচিত্র উৎদ্ভাবনা সমাজ ও দেশের এক নিশিত জ্ঞান সম্ভবনা। বৈজ্ঞানিক জ্ঞান আহরণে প্তিনিয়িত দেশ আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমান দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্তুতের জন্য দেশ আজ গর্বিত। প্রত্যেক প্রতিষ্ঠানের শিক্ষকদের আদৃত দিয়ে ছাত্র-ছাত্রীদের পাঠদানে মনোনিবেশ হতে হবে। প্রকৃত অর্থে শিক্ষা জতির মেরুদন্ড তার বাস্তব রূপরেখা দিয়ে বিজ্ঞানকে এগিয়ে নেয়ার পরামর্শ দিয়েছে প্রধান অতিথি ইউএনও জান্নাতুল ফেরসৌস। 

সোমাবর দিনের শুরুতে ইউএনও লাল ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে ২দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ইউএনও। রাজশাহীর চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৯ম অলিম্পিয়াড উদযান হয়েছে। উপজেরা চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চৌদ্দটি বিজ্ঞান বিষয়ক স্টল করা হয়েছে।  

ওই সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আরিফ হোসেন, ইউএনএফপিও তৌফিক রেজা, কৃষি অফিসার আল মামুন হাসান, মৎস্য অফিসার আসাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল রানা। মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার রাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নির্বাচন অফিসার, সমাজসেবা, বিআরডিবি, আইসিটি অফিসার, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়