আজ বঙ্গবন্ধুর জন্মদিন

আজ ১৭ মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মবার্ষিকী। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বাঙালির মুক্তির এই মহানায়ক। পিতা শেখ লুৎফর রহমান ও মাতা সায়েরা খাতুনের সন্তান মুজিব কৈশোর থেকেই রাজনৈতিক সচেতনতা ও সংগ্রামে জড়িয়ে পড়েন।
অষ্টম শ্রেণিতে অধ্যয়নকালে তৎকালীন ব্রিটিশবিরোধী আন্দোলনে প্রথম কারাবরণ করেন তিনি। কলকাতা ইসলামিয়া কলেজে পড়াকালীন হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশিমের মতো নেতাদের সংস্পর্শে তাঁর রাজনৈতিক দর্শন প্রসারিত হয়। ১৯৪০ সালে সর্বভারতীয় মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দিয়ে আনুষ্ঠানিক রাজনীতিতে প্রবেশ। পরবর্তীতে ১৯৪৮ সালে প্রতিষ্ঠা করেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। ৬ দফা আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থান ও ’৭০-এর নির্বাচনে নেতৃত্ব দিয়ে বাঙালির অবিসংবাদিত নেতায় পরিণত হন।
১৯৭১ সালের ৭ মার্চ তাঁর ঐতিহাসিক ভাষণে উদ্বুদ্ধ হয়ে জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। পাকিস্তানি হানাদার বাহিনী তাঁকে ২৫ মার্চ গ্রেফতার করলেও ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরে যুদ্ধবিধ্বস্ত জাতি গঠনে নেতৃত্ব দেন তিনি। তবে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের বুলেটে সপরিবারে নিহত হন এই মহান নেতা।
বঙ্গবন্ধু জীবনের ৪,৬৮২ দিন কারাগারে কাটিয়েছেন। পাকিস্তানি শাসনামলে ১৩ বছর জেলে থাকাকালীন ৮ বার জন্মদিন কাটে তাঁর। ১৯৫০ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ৩০তম থেকে ৪৮তম জন্মদিন পর্যন্ত কারাবন্দি থাকেন। ব্যক্তিগতভাবে জন্মদিন পালনে অনাগ্রহী হলেও পরিবার ও দলের নেতাকর্মীদের সাথে সাদামাটা উদযাপন হতো দিনটি।