সোমবার , ২৪ মার্চ ২০২৫
Monday , 24 March 2025
২৪ রমজান ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭:০৩, ২৯ জানুয়ারি ২০২৫

টমেটো ফেলে মহাসড়ক অবরোধ

টমেটো ফেলে মহাসড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে নাটোরে মহাসড়কে টমেটো ফেলে অবরোধ ও বিক্ষোভ করেছেন কৃষকরা। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে নাটোর শহরের নাটোর-রাজশাহী মহাসড়কের বেলঘড়িয়া বাইপাস এলাকায় কৃষকরা প্রায় আধা ঘণ্টা মানববন্ধন করেন। পরে মহাসড়কে টমেটো ফেলে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় কৃষকরা ‘বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যাহার করো, কৃষকের জীবন বাঁচাও’ স্লোগান দিতে থাকেন। এতে করে তীব্র ভোগান্তিতে পড়েন ঢাকা-রাজশাহীসহ বিভিন্ন রুটের শত শত যাত্রী।
কর্মসূচিতে নাটোর, রাজশাহী, গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জের শত শত কৃষক অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক সৈয়দ আলী, নাজির উদ্দিন বাবু, আমানউল্লাহ, হাফিজুর রহমান, মইনুল ইসলামসহ অনেকে।
এ সময় বক্তারা বলেন, ‘৫ শতাংশ থেকে ১০ শতাংশ ভ্যাট বাড়ানো হয়েছে। ফলে এক বিঘা জমিতে ৫০ হাজার টাকায় টমেটো চাষ করে তা ২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে না। ন্যায্যমূল্য না পেয়ে কৃষকরা আর্থিক লোকসানে পড়ছেন। কৃষকদের বাঁচাতে কৃষকের ওপর বর্ধিত ট্যাক্স অবিলম্বে প্রত্যাহার করতে হবে।’

সর্বশেষ

জনপ্রিয়