শুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
Friday , 31 October 2025
০৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৫:৪৩, ১৫ মার্চ ২০২৫

বগুড়ায় ৬ বছরের দুই শিশুকে ধর্ষণের অভিযোগ

বগুড়ায় ৬ বছরের দুই শিশুকে ধর্ষণের অভিযোগ
ছবি: সংগৃহীত

বগুড়ার কাহালুতে ৬ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নুর ইসলাম নামে এক দিনমজুরের বিরুদ্ধে মামলা হয়েছে। কাহালু উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটেছে। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

স্বজনদের অভিযোগ, আবাসন প্রকল্পের বাসিন্দা নুর ইসলাম নিজ বাড়িতে ডেকে নিয়ে ওই দুই শিশুকে ধর্ষণ করেন। এ ঘটনার পর থেকেই নুর ইসলাম পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, গত বুধবার শিশু দুইটি বাড়ির সামনে খেলাধুলা করছিল। এই সময় খাবার দেওয়ার প্রলোভনে তাদের নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে নুর ইসলাম। পরদিন বৃহস্পতিবার ধর্ষণের শিকার দুই শিশু অসুস্থ হয়ে পড়ে। শুক্রবার রাতে পুলিশ খবর পেয়ে ভুক্তভোগী দুই শিশুকে হেফাজতে নেয়।

ওসি আব্দুল হান্নান জানান, দুই শিশু ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে নুর ইসলামের বিরুদ্ধে করে মামলা হয়েছে। ভুক্তভোগীদের ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ

জনপ্রিয়