রোববার , ২০ এপ্রিল ২০২৫
Sunday , 20 April 2025
২১ শাওয়াল ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:২৯, ১৯ মার্চ ২০২৫

নরসিংদীতে রাতের আঁধারে শহীদ মিনার ভাঙচুর

নরসিংদীতে রাতের আঁধারে শহীদ মিনার ভাঙচুর
ছবি: সংগৃহীত

নরসিংদীর মনোহরদীতে রাতের আঁধারে শহীদ মিনার ভাঙচুর করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে খিদিরপুর ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে।

কলেজ সূত্রে জানা গেছে, রাতে প্রতিষ্ঠানটির নৈশপ্রহরী মো. শরীফ মিয়া তারাবির নামাজ শেষে ফিরে দেখেন শহীদ মিনারের কিছু অংশ এবং কয়েকটি বৈদ্যুতিক বাতি ভাঙা। খবর পেয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দিন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, ‘এলাকার মাদকসেবীরা এ ঘটনা ঘটাতে পারে। কলেজের শহীদ মিনারে আমরা যে এসএসজাতীয় (স্টেইনলেস স্টিল) পাইপ ব্যবহার করেছি, তা অনেক দামি। শহীদ মিনারের কিছু অংশ ভেঙে পাইপ নিয়ে গেছে। ধারণা করছি, পাইপ নিয়ে তারা বিক্রি করে দিয়েছে।’

এ ছাড়া ইতিপূর্বে কলেজের কাঁটাতারের বেড়া কেটে নিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে।

এই নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও বিচারের আওতায় আনার জন্য স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা করার আহ্বান জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

এ বিষয়ে ইউএনও মোহাইমিন বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রতিষ্ঠানপ্রধানকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ

জনপ্রিয়