শনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৫
Saturday , 15 February 2025
১৫ শা'বান ১৪৪৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪০, ১৯ জানুয়ারি ২০২৫

সকল জল্পনা-কল্পনার অবসান, গাজায় যুদ্ধবিরতি শুরু  

সকল জল্পনা-কল্পনার অবসান, গাজায় যুদ্ধবিরতি শুরু  
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের মধ্যে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়েছে। তবে যুদ্ধবিরতির সময়সীমা শুরু হওয়ার আগে ইসরায়েলের বর্বর বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ১০ জন।  
রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। তবে হামাসের পক্ষ থেকে তিন জিম্মির নামের তালিকা না দেওয়ায় ইসরায়েল গাজায় তাদের হামলা অব্যাহত রাখে।  
হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, যুদ্ধবিরতির নির্ধারিত সময়েও দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ১০ জন নিহত হন। এর মধ্যে ছয়জন গাজার সিটিতে, তিনজন উত্তরে এবং একজন রাফায় মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২৫ জন।  
সংবাদমাধ্যম বিবিসি জানায়, ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে হামাস তিন নারী জিম্মির নাম প্রকাশ করেছে। তারা হলেন রোমি গোনেন, এমিলি দামানি এবং দোরোন স্টেনব্রিচার। হামাস নিশ্চিত করেছে, যুদ্ধবিরতির অংশ হিসেবে এই তিন নারী সবার আগে মুক্তি পাবেন।  
যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশগুলোও জানায়, হামাস তাদের কাছে তিন জিম্মির নামের তালিকা হস্তান্তর করেছে।  
এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর জানায়, হামাস যতক্ষণ পর্যন্ত জিম্মিদের নাম প্রকাশ না করবে, ততক্ষণ যুদ্ধবিরতি কার্যকর হবে না। ফলে যুদ্ধবিরতির দিনই প্রাণ হারাতে হলো ১০ নিরীহ ফিলিস্তিনিকে।  
 

সর্বশেষ

জনপ্রিয়